পাথওয়ে

নিউজ & ইভেন্টস

করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা

প্রাণঘাতী করোনা ভাইরাস দ্বারা বিশ্ববাসী যখন স্তমিত তখন তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশের জনগণ ও সরকার এই সংকট মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে।

এছাড়া বর্তমানে করোনায় যে পরিস্থিরি সৃষ্টি হয়েছে সেটা কেবলমাত্র সরকারের একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। যেহেতু এই রোগটির এখনও কোন প্রতিষেধক আবিস্কার হয়নি তাই সচেতনতা ও পূর্ব প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহনের মাধ্যমে এই রোগ হতে অনেকটা মুক্ত থাকা যায়। করোনার দ্বারা এমন একটি অপ্রত্যাশিত অবস্থার মুখোমুখি হবে এটা বিশ্বের কেউই আশা করেনি। তবে বর্তমান পরিস্থিতি সরকারের একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। সরকারের পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন সহযোগী বেসরকারী উন্নয়ন সংস্থা গুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে চলেছে।

দেশের অন্যতম বৃহৎ বেসরকারী উন্নয়ন সংস্থা পাথওয়ে করোনা ভাইরাস সংক্রমনের শুরু থেকেই ব্যাপক কাজ করে যাচ্ছে। কোন অনুদান কিংবা সহায়তার জন্য অপেক্ষা না করে সম্পূর্ণ নিজস্ব অর্থ ব্যবহার করে করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছে। যেমন:-

১। সংস্থাটি ইতিমধ্যে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে প্রায় দশ হাজার মাস্ক বিতরণ করেছে।
২। সরকারী ও বেসরকারী হাসপাতালে চিকিৎসকদের মাঝে মাস্ক, পিপিই ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ।
৩। পাথওয়ের উদ্যোগে ঢাকা শহরের বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকায় বিশেষ করে মোহাম্মদপুর, মিরপুর, মহাখালী কুড়িল বস্তি, লালবাগ কামরাঙ্গীর চর, যাত্রাবাড়ী সহ বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধ সংক্রান্ত সচেতনমূলক প্রচার-প্রচারণা চালানো হয়।
৪। উল্লেখিত এলাকায় কেবলমাত্র মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে সচেতনমূলক প্রচার-প্রচারণাই চালানো হয়নি পাশাপাশি সেসমস্ত এলাকায় জীবানুনাশক ঔষধ ছিটানো হয়।
৫। সাধারণ মানুষ যাতে বাড়ীর বাহিরে না আসে সেজন্য পাথওয়ের উদ্যোগে এলাকার মানুষকে হোম সার্ভিস প্রদান করা হয়। এই সার্ভিসের আওতায় কারো নিত্য প্রয়োজনীয় কোন পণ্যের প্রয়োজন হলে ফোন দিলেই পাথওয়ের কর্মীরা পৌছে দিয়ে আসে।

বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমনের শুরু থেকেই বেসরকারী উন্নয়ন সংস্থা পাথওয়ে সাধারণ মানুষকে সচেতন করা থেকে শুরু করে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মত জনগুরুত্ব সম্পন্ন কাজ গুলি করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। পাথওয়ে মানব সেবার যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাকে আরো গতি দেওয়ার লক্ষ্যে পাথওয়ের মত সংস্থা গুলিকে আমাদের সার্বিক উৎসাহ ও সহযোগিতা করা একান্ত প্রয়োজন।

পাথওয়ে সম্পর্কিত

পাথওয়ে বাংলাদেশের অন্যতম সেরা দাতব্য, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী সংস্থা। এর প্রধান কার্যালয় ঢাকার মিরপুরে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে সর্বদাই পথচলা। প্রধানত পাথওয়ে বাংলাদেশে শিশু, নারী এবং তৃতীয় লিঙ্গ উন্নয়নে নিবেদিত একটি মানবিক সংস্থা। পাথওয়ে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো বাংলাদেশ কর্তৃক অনুমোদিত এবং তালিকাভুক্ত। রেজিস্ট্রেশন নম্বর: 0778

অফিস সময় তালিকা

শনিবার     ১০ টা হইতে ৬ টা
রবিবার     ১০ টা হইতে ৬ টা
সোমবার     ১০ টা হইতে ৬ টা
মঙ্গলবার     ১০ টা হইতে ৬ টা
বুধবার     ১০ টা হইতে ৬ টা
বৃহস্পতিবার     ১০ টা হইতে ৬ টা
শুক্রবার     বন্ধ

ছুটির তালিকা

অফিসের ঠিকানা

বাড়ি ০২, রাস্তা ০৬, সেনপাড়া পর্বতা, কাফরুল,
মিরপুর, ঢাকা -১২১৬, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৫৮০৫৩৭৪৩
মোবাইলঃ +৮৮ ০১৩২১ ২৩২৯৮২
ই-মেইলঃ info@pathwaybd.org
ওয়েব: www.pathwaybd.org
ওয়েব: www.ajkerprosongo.com

নিচে উল্লেখিত লিংকে আমাদেরকে অনুস্মরণ করুন

Search